সবুজ কানন স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান।
আজিজুর রহমান মুন্না ঃ
সিরাজ গঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার উপ-সচিব পদোন্নতি হওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে তিনি আগামী সোমবার বিদায় নিবেন বলে জানা গেছে।
এ উপলক্ষে শুক্রবার (২১জুন) সন্ধ্যা ৭টায় সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে, এক বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান করা হয়েছে। এসময় সবুজ কানন স্কুল এন্ড কলেজ থেকে সদ্য বিদায়ী অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম এবং অত্রবিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্হিত ছিলেন ।