সততা বহুমুখী সঞ্চয় সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
আনন্দ উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে সততা বহুমুখী সঞ্চয় সমিতি ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলা নববর্ষ পালন করেছে। সিরাজগঞ্জে মতি সাহেবের ঘাটে স্থাপিত এক অরাজনৈতিক সমাজসেবা মূলক অন্যতম প্রতিষ্ঠান সততা বহুমূখী সঞ্চয় সমিতি তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ১৪ এপ্রিল ১লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দে রবিবার সকালে সমিতি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় আনন্দ র্যালীতে বাংলা লোকজ সাংস্কৃতির প্রতিকী নানা বর্ণের রংয়ের ছবি ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাক ঢোলের গানের তালে নেচে গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব পালন করেন। এসময় সততা বহুমুখী সঞ্চয় সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াবিদ জহুরুল ইসলাম মন্ডল, সহসভাপতি ১০নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল হোসেন, সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দানবীর হাজী মোঃ আব্দুস সাত্তার, সহ-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মান্নান আকন্দ, অর্থ সম্পাদক আব্দুল মান্নান সেখ, মজনু মাষ্টার, দপ্তর সম্পাদক সাইফুল মাষ্টার, প্রচার সম্পাদক নিদান সেখ, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, কার্যকরী সদস্য বুদ্দিন সেখ, মুনির হোসেন মুন্না, নুরুল মন্ডল, মোনায়েম সেখ, হৃদয় শেখ, লিয়াকত হোসেন, শাহজাহান আলী সাজা, নবাব তালুকদারসহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের পর্ষদের সদস্য সদস্যা কর্মকতা-কর্মচারীসহ এলাকার বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করে এক ব্যতিক্রমি আনন্দস্বার্গ উপভোগ করে। এরপর দুপুরে প্রতিষ্ঠানের আয়োজনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করে। সন্ধ্যায় যমুনা পাড়ে মনোরঞ্জনে মনোমুগ্ধকর বাংলার লোকজ সাংস্কৃতি তুলে ধরে বাউল, পল্লীগীতি, লালনগীতি সুরের মর্ছনায় সকলকে আনন্দে ভরিয়ে তোলে।