শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক ও শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন ফারাজ আইয়াজ স্মৃতিপরিষদ কর্তৃক।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের আয়োজনে, ২১এপ্রিল -২০১৯ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ তিনটি শহরে আটটি সন্ত্রাসী হামলায় প্রায় ৩১০জন নিরীহ মানুষ নিহত ও ৫০০ আহত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ ও বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং আহত সকলকে সুচিকিৎসা আরোগ্য কামনা করা হয়। এবং বৃৃৃৃহস্পতিবার (২৫ এপ্রিল -২০১৯) সন্ধ্যায় শহরের মুক্তির সোপান শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় ২ শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করেন, সিরাজগঞ্জ জেলা ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক মাধবী সাহা, সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল রানা, উপদেষ্টমন্ডলীল সদস্য ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, দৈনিক প্রথম আলো’র সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সাজেদুল আলম, জেলা কালচারাল অফিসার মাহমুুদুল আলম লালন, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারন সম্পাদক দিলীপ গৌড়,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের সাধারন সম্পাদক নূরে আলম হীরা প্রমুখ। উল্লেখ্য ২০১৬ সালে হলি আটিজন জঙ্গি হামলায় বিদেশীদের বন্ধুদের জীবন রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেন ফারাজ আইয়াজ।