শেখ হাসিনার নির্দেশ, ঘরে থেকে বাঁচাও দেশ’ প্রচারে কাজিপুর আ.লীগ
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ):
দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘরে থাকার আহ্বান প্রচারে কাজ করছে কাজিপুর উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘাই নতুন বাজারের মহাসড়কের দুইপাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই প্রচার চালান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় নেতাকর্মীদের গলায় “শেখ হাসিনার নির্দেশ, ঘরে থেকে বাঁচাও দেশ”- লেখা সম্বলিত ফেস্টুন ঝোলানো ছিলো।
সেখানে উপজেলা চেয়াম্যান বলেন, ‘ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া মরণব্যাধী করোনার প্রকোপ থেকে রক্ষায় আসুন সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলি। নিজে বাঁচি, দেশের মানুষকে বাঁচাই।’ এই কার্যক্রমে অংশ নেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলামসহ দলীয় নেতাকর্মিরা। দুপুর পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কাজিপুরের বিভিন্ন এলাকার এই কর্মসূচি পালিত হয়েছে।