শুধু ঘুষ বা চাঁদার অন্তরালে ট্রাফিক পুলিশের সেবা
আবির হোসাইন শাহিন :
ট্রাফিক পুলিশ বলতে আমরা শুধু ঘুষ আর রাস্তায় চাঁদা বাজিকে বুঝি , কিন্তু এর অন্ত্ররালেও পুলিশের সেবা ওতপ্রোতভাবে জড়িত থাকে।একুজন ট্রাফিক রোদ,ঝড়,বৃষ্টি উপেক্ষা করে মানুষের সেবায় নিয়োজিত থাকে । সব থেকে আশ্চর্যের বিষয় হল আপনি যখন ঈদের ছুটিতে বাড়ী ফেরায় ব্যস্ত তখন আপনার যাত্রা শুভ করতে ব্যস্ত ট্রাফিক পুলিশ। দিনের পর দিন অক্লান্ত সেবা দিচ্ছেন, ঈদের দিন সংসার ফেলে আপনার আমার পথ চলা নিরাপদ রাখছেন।একজন ট্রাফিক পুলিশ কিন্তু রোবট নয় মানুষ তারও কিন্তু আবেগ,ভালবাসা, পরিবার আছে। কতিপয় অসাধু পুলিশের জন্য সমগ্রজাতিকে দোষী ভাবতে পারিনা। আসুন পুলিশকে শুধু নেগেটিভ চোখে না দেখে পজিটিভ চোখে দেখি তাতেই পুলিশ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারনা পালটে যাবে।