শিয়ালকোল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষের পরিচর্যা করলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিসের চারা বৃক্ষের পরিচর্যা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপর ১২ টার দিকে শিয়ালকোল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছা জানান , শিয়ালকোল ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাছান আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন ভূমি অফিস পরিদর্শন শেষে অফিস প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা পরিচর্যা করেন, এ সময়েভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাছান আলী সহ অফিস সহায়ক মোঃ রুহুল আমিন, মোঃ জামিল হাসান, মোঃ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন বৃক্ষের পরিচর্যা করে বলেন, শুধু গাছের চারা লাগলেই হয়না নিয়মিত গাছগুলোর যথাযথ পারিচর্যা করতে হয়।
সবাইকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাবেন । এ সময়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিসের ছাদ ও আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ সহ গাছের পরিচর্যা করার আহবান জানান।