উল্লাপাড়া

শিক্ষার্থী রিমির চিকিৎসায় এগিয়ে এসেছেন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ, আরো অর্থের প্রয়োজন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ক্যানসার রোগে আক্রান্ত রিমি খাতুনের চিকিৎসার জন্য উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ( ইনক)নগদ ১ লাখ ২২ হাজার ৫ শত টাকা অর্থিক সহায়তা দিয়েছে ।

আমেরিকাভিত্তিক সামাজিক সংগঠন এর পক্ষে বুধবার বেলা এগারোটায় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে রিমি খাতুনের পিতার হাতে এ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ । এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইনক এর উপদেষ্টা জুলফিকুর রেহমান প্রমুখ । এছাড়া আমেরিকা প্রবাসী জুলফিকুর রেহমান ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা দিয়েছেন।

মোঃ জুলফিকুর রহমান বলেন সংগঠনের উপদেষ্টা রকিবুজ্জামান খান, রকিবুল ইসলাম, শামসুল ইসলাম, শফিউল আলম, জহুরুল ইসলাম , সিদ্দিকুর রহমান, এলাহী তালুকদারসহ আরো ক’জন আমেরিকা প্রবাসী সংগঠনটির পক্ষে অর্থের যোগানে মূল ভূমিকা রেখেছেন। রিমির বাবা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিমির চিকিৎসার জন্য আরো সাহায্যের আবেদন করছেন ।