শাহজাদপুর

শাহজাদপুরে ৫জুয়াড়ি গ্রেপ্তার

বাবুল আকতার খান, শাহজাদপুরঃ

শাহজাদপুরে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসলাম হোসেন, এস আই আফজাল হোসেন ও এ এস আই জসিম উদ্দিন এক অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আসামীরা হলেন,পাড়কোলা উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলী (২০),শামীম (২২) ও পুঠিয়া নতুন পাড়া গ্রামের বিপুল মৃধা (২৫), বাবুল (৪০)ও ফয়সাল (৪৫)। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদেরকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়।