শাহজাদপুরে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়। রোববার (৭এপ্রিল -২০১৯) বিকেলে শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতি লিঃ আয়োজিত এ শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-৬ আলহাজ মোঃ হাসিবুর রহমান স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ,উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, শাহজাদপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান খান ,দ্বায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ,নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত ,শাহাজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির সহ সভাপতি বিনয় কুমার পাল , উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম , শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ।
৪০ দিন ব্যাপি এ মেলার সার্বিক ব্যাবস্থপনায় রয়েছেন, মনিপুরি তাঁতী শিল্প জামদানী ও বেনারশি কল্যান ফাউন্ডেশন। এ শিল্প ও বানিজ্য মেলায় রেডিমেট তৈরী পোষাক থেকে শুরু করে কসমেটিকস ,সিরামিকসের জিনিসপত্র, শিশুদের খেলনা, ইলেকট্রনিক্স সমগ্রী সহ হরেক রকমের ষ্টল ।