শাহজাদপুরে শিক্ষককে মারপিটের ঘটনায় ছাত্র গ্রেপ্তার
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুরে শিক্ষককে মারপিট ঘটনায় থানায় মামলা দায়ের । এক ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায় , গত শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক(৪৮) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে জামিরতা বাজারে হঠাৎ করে তার স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ রাশিদুল ইসলাম(২২) তার উপর হামলা চালিয়ে মারপিট করে । এসময় তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় প্রধান শিক্ষক শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করে । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাউল আসামী রাশেদুল কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং গতকাল রবিবার শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়। এব্যাপারে প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানায়,২০১৭ সালে রাশেদুল তার বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় পাশ করে। তার কয়েক মাস পর রাশেদুল তার সার্টিফিকেট তোলার জন্য বিদ্যালয়ে একটি আবেদন করে কিন্তুু তার আবেদন পত্র ভুল থাকার কারনে তাকে পুনরায় আবেদন পত্র লিখে আনতে বলা হলে তাতে সে রাগ করে সার্টিফিকেট না নিয়ে চলে যায়। পরে গত শনিবার পুনরায় সে আবেদনের মাধ্যেমে সার্টিফিকেট তুলে নিয়ে যায় এবং রাগে আমাকে মারপিট করে ।