শাহজাদপুরে মাছ বিক্রেতা পেটালেন পুলিশকে
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ বাজারে পুলিশকে পিটালেন মাছ ব্যবসায়ীরা । জানা যায়, সোমবার সকালে শাহজাদপুর পৌরসদর দ্বারিয়াপুর মাছ বাজারের স্থানীয় মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে জানান,শাহজাদপুর থানার এএসআই আশরাফ ও কনস্টেবল ( ওসির ড্রাইভার ) বাছেদ সকালে মাছ বাজারে মাছ কিনতে যায় । ওজনের কম দেওয়ার অভিযোগ এনে ওই দুই পুলিশ সদস্য মাছ বিক্রেতা রাজিব (২৬) কে প্রথমে বুকে লাথি ও কিলঘুষি মেরে আহত করে । ওজন করে মাছ কম না পাওয়ায় মাছ বিক্রেতারা ওই দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আটক করে থানায় খবর দেয় ।
খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান ঘটনাটি অনাকাংখিত । তদন্ত করে দোষী হলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে । পরে এএসআই আশরাফকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয় ।