শাহজাদপুরে ভ্রাম্মমান আদালত একটি ফ্যাক্টরিকে সিল গালা ও জরিমানা করেছে
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি
শাহজাদপুরে ভ্রাম্মমান আদালতে বাংলাদেশ সলভেন্ট ওয়েল লিঃ ফ্যাক্টরিতে সিল গালা ও জরিমানা করেছে । জানা যায়,আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার বাঘাবাড়ীতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী বাংলাদেশ সলভেন্ট ওয়েল লিঃ ফ্যাক্টরি সিল গালা করা হয়। সেই সাথে ফ্যাক্টরি ম্যানেজার আক্তার রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা ও এই ফ্যাক্টরিতে পশু ও মাছের খাদ্য উৎপাদনকারী দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ফ্যাক্টরিতে পচা পাউরুটি , পচা সেমাই, পচা বিস্কুট , পচা শুটকি ও বিভিনø পচা উপকরন দিয়ে পশু ,হাস-মুরগী, ও মছের খাদ্যে তৈরী করা হয়ে থাকে । এ ধরনের খাদ্য পশু ও মাছ কে খাওয়ানোর ফলে ঐ সকল পশুর মাংস ও মাছ খেলে মানবদেহের চরম ক্ষতি হবে বলেই এ ভ্রাম্মমান আদালত পরিচালনা করা হয়। সেই সাথে এই ফ্যাক্টরিতে থাকা খাদ্য তৈরীর বিষাক্ত উপকরন জব্দ করেছে ভ্রাম্মমান আদালত । এ ঘটনায় এলাকাবাসী ভ্রাম্মমান আদালতকে সাধুবাদ জানিয়েছে।