শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়ান দিবস পালিত
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
৬ আগস্ট ২০১৯ খ্রিঃ (২২শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ), মঙ্গলবার শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়ান দিবস পালিত হলো। শাহজাদপুর উপজেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর । অনুষ্ঠানের ১ম পর্বে আলোচনা সভায় অতিথি হিসেেব উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আজাদ রহমান, চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুস ছাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ এ,এম, আব্দুল আজীজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। আলোচনা সভা শেষে শাহজাদপুর শিল্পকলা একাডেমি কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।