শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন
শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:-
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুরের নরিনায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন করছে প্রিয়া খাতুন নুরী (১৭) নামের এক প্রেমিকা। সরে জমিনে ঘুরে দেখা যায়, শাহজাদপুরের নরিনা দক্ষিণপাড়া গ্রামে ফায়ার সার্ভিসে কর্মরত গোনজের হোসেনের ছেলে সোহেল রানাকে বিয়ের দাবিতে ১৯ আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকা হতে অদ্যবধি অনশন করছে প্রেমিকা প্রিয়া খাতুন। সে সিরাজগঞ্জ সদরের গোশালা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ।
অনশনের বিষয়ে প্রিয়া খাতুন সাংবাদিকদের জানান, প্রায় এক বছর ধরে অভিযুক্ত সোহেলের সাথে তাঁর প্রেমের সম্পর্ক, দুজনই গাজীপুরের একটি গার্মেন্টেসে চাকুরীর পাশাপাশি কলেজে লেখাপড়া করছেন। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারিরীক সম্পর্কও গড়ে তুলেছে। ঈদের ছুটিতে দু’জনেই বাড়ীতে এসেছে। অনেকদিন ধরে প্রিয়া খাতুন প্রেমিক সোহেলকে বিয়ের চাপ দিলে সে নানা অযুহাতে কালক্ষেপন করে। এরপর গত কয়েকদিন যাবত সোহেল প্রিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমবস্থায় বাধ্য হয়েই প্রিয়া সোহেলের বাড়ীতে এসেছে। সোহেল তাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই বলেই জানায় প্রিয়া খাতুন। এদিকে সোহেলের বাড়ীতে প্রিয়ার আগমনের পর থেকেই পরিবারের সবাই ঘরের দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়েছে। অভিযুক্ত প্রেমিক সোহেলের মোবাইল ফোন বন্ধ রেখেছে। ফলে বিয়ের দাবীতে সহসাই অনশন ভাঙ্গছেনা প্রিয়া খাতুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিয়া খাতুন প্রেমিকের বাড়ীর উঠানে চেয়ারে বসে অনশন চালিয়ে যাচ্ছে। এখন নপর্যন্ত প্রেমিক সোহেলের পরিবারের কোন সাড়া মেলেনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সোহেলের বাবার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সোহেলের বাবা গোনজের হোসেন ফোনে সাংবাদিকদের জানান, তার ছেলের কোন খোঁজ নেই তার কাছে। ঘটনা যা জেনেছেন, শুনেছেন এ নিয়ে রিপোর্ট করতে পারেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।