শাহজাদপুরে টি-টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুরে টি-টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় মশিপুর টাইগার ক্লাবের আয়োজনে স্থানীয় ইটভাটা মাঠে টি-টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । জানা যায়, মশিপুর টাইগার ক্লাব আয়োজিত গত ১১মে থেকে ১২ জুলাই ক্রিকেট টুর্ণামেন্টের প ম আসরে ১৬টি দল অংশগ্রহণ করে এবং ফাইনাল খেলায় সোহাগপুর ক্রিকেট ক্লাব ও বাতিয়ার পাড়া যুব সংঘ অংশগ্রহন করে। এ ফাইনাল খেলায় বাতিয়ারপাড়া যুব সংঘ বিজয়ী হয় । দুটি দলেই ঢাকা, রাজশাহী,বগুড়া , পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন ক্লাবের খেলোয়ারবৃন্দ অংশগ্রহন করে । টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ মনিরুল ইসলাম মনির পরিচালনায় এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । রাতে মাঠের চারপাশে হ্যালেজেন লাইট জালিয়ে এ নাইাট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।নাইট ক্রিকেট খেলা দেখতে হাজার হাজার দর্শকের উপস্থিত ছিল।