শাহজাদপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক ১১ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার ।সোমবার (২৮ অক্টোবর) মধ্যে রাতে পুলিশ সুপার সিরাজগঞ্জের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান নেতৃত্বে এসআই মোঃ সামিউল ইসলাম এ এসআই মোঃ আঃ রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার গভীর রাতে এক অভিযান পরিচালনা করিয়া শাহজাদপুর থানাধীন কাশিপুর সাকিনস্থ মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনজেরা খাতুনকে তার নিজ বাড়ী হইতে ১১ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করিয়া থানায় আনা হয়।
এরপর উক্ত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।