শাহজাদপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট কবি মন্জুলা ইসলাম আর নেই
স্টাফ রিপোর্টার:
শাহজাদপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট কবি ও রবীন্দ্র সংগীত শিল্পী মন্জুলা ইসলাম ৩ মার্চ মঙ্গলবার দুপুর ১.৫০ ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কবি মন্জুলা ইসলাম বিভন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার রচিত দুটি কাব্যগ্রন্থ ‘কিছুক্ষণ কথা বলি’ ও ‘উদাসী হাওয়ার পথে পথে’ পাঠক জনপ্রিয়তা পেয়েছে।
শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মৃত নূরুল ইসলাম’র স্ত্রী কবি মন্জুলা ইসলাম শাহজাদপুরে রবীন্দ্র সংগীত চর্চায় মানুষকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে ও নাতী নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।