শাহজাদপুর বেলতৈলে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে শুক্রবার( ৩১মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ হাজার হতদরিদ্র দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বেলতৈল ইউপির চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সহকারী এটিও আতিকুজ্জামান, যুবলীগ আজিজুর রহমান বিদ্যুৎ, কামাল হোসেনসহ মেম্বরগণ প্রমূখ। ইউপি চেয়ারম্যান বলেন, এবার ঈদ উপলক্ষে বেলতৈল ইউনিয়নের জন্য ১০৭ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে। জন প্রতি ১৫ কেজি করে মোট ৩ হাজার হতদরিদ্র দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে এলাকার হতদরিদ্ররা এ চাল পেয়ে ভিশন খুশি হয়েছে। এদিকে জেলার সবকয়টি উপজেলার ইউনিয়ন গুলোতে হতদরিদ্র- দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এ চাল বিতরণে অনেক ইউনিয়নে অনিয়মের করার ও খবর পাওয়া গেছে। তবে হতদরিদ্র- দূঃস্থদের মাঝে এ চাল বিতরণে কঠোর নজরদারী রাখছেন বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।