শালুয়াভিটা হাট পূনরায় চালুর দাবিতে রাস্তায় অবস্থান এলাকাবাসীর
মো. হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট বাজার চালুর দাবিতে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।পরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন এর আশ্বাস পেয়ে আনন্দোলনকারীরা রাস্তা ছেঁড়ে হাটের মধ্যে এসে তাদের দাবী আদায়ের কর্মসূচি পালন করছেন। এলাকাবাসী তারা বলছেন আমাদের ন্যায্য দাবী না হলে আমরা আবারও রাস্তায় অবস্থান করবো।
সোমবার (০৩ জুন) সকাল ৯.৩০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী ইউনিয়নে বন্ধ হওয়া পশুর হাট পুনরায় চালুর দাবিতে এলাকাবাসীর হাটের দাবীতে কর্মসূচি পালন করেছে।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সাবেক সদস্য আব্দুর রউফ মুকুল এবিষয়ে এলাকাবাসীর পক্ষে এবং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ মো.সিরাজগঞ্জ তিনি বলেন,আমাদের এই প্রাচীতম হাট টি দীর্ঘদিন ধরে পশু হাট এবং বাজারটি বসছে। কিন্তু দুঃখের বিষয় হাট টি আজও বন্ধ রয়েছে।হাট টি কাজীপুর রোডস্থ সংলগ্ন হওয়ায় বিগত ১৮ বছর যাবৎ ২ টি হাট বসে আসছে। এই হাট টি মঙ্গলবার ও শুক্রবার দৈনন্দিন বাজার ও পশু সহ কৃষিজাত পন্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা-বেচা হয়ে থাকে। হাট টি শহর সংলগ্ন হওয়ায় আশেপাশের ৪টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের সবচেয়ে কাছের হওয়াই নায্য মূল্যে কোরবানী পশু ক্রয় বিক্রয়ের নির্ভরযোগ্যতা অর্জন করায় হাটটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
উল্লেখ্য : পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম বাহিনী এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।