শার্প ও রুম টু রিড এর আয়োজনে এইচ.এস.সি পাশকৃত ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জে শার্প ও রুম টু রিড বাংলাদেশের আয়োজনে, মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম এর অর্ন্তভুক্ত এইচ.এস.সি পাশকৃত মেয়েদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে পূর্ণমিলনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন, শার্পের পরিচালক শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক রবিউল হাসান মন্ডল, রুম টু রিড বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশন অফিসার ইমতিয়াজ শাহেদ, কমিনিকেশন অফিসার ঈশিতা তরফদার, শার্প এর সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, খামারবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী প্রমূখ। অনুভুতি বক্তব্য রাখেন, এইচ.এস.সি পাশকৃত মেয়ে শিশুদের মধ্যে ইতি খাতুন, মাছুমা খাতুন, পপি রানী রায়। ২০১৮ সালে এইচ.এস.সি পাশকৃত সদর, বেলকুচি, রায়গঞ্জের পাঁচ শতাধিক মেয়ে শিশুদের পুরস্কার প্রদান করা হয়েছে ।
অনুষ্ঠান সঞ্চালনায় শার্পের প্রজেক্ট কো-অডিনেটর মোছাঃ জাহিদা খাতুন বিউটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে হবে এবং ভালো কিছু উপহার দিতে হবে। মোবাইল ফোন সচেতনামূলক ব্যবহার করতে হবে। ফেজবুকের অব্যবহার করা যাবে না সঠিক কাজে ব্যবহার করতে হবে।