রায়গঞ্জে ভন্ড কবিরাজের ভূল চিকিৎসায় যুবকের মৃত্যু
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের বল্লাভেঙ্গুর গ্রামে ভন্ড কবিরাজের ভূল চিকিৎসায় আব্দুল মজিদ (৪৫) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা কবিরাজ আব্দুল মান্নানকে ধরে পুলিশে সোর্পদ করেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভন্ড কবিরাজ আব্দুল মান্নানের তৈরী করা ঐষধ খেলে এ ঘটনা ঘটে। জানা যায় চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে যৌন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য আব্দুল মান্নানের নিকট গেলে মান্নান তার নিজের তৈরী করা সরা ঔষধ খাওয়ানোর ২ মিনিটের মধ্যে আব্দুল মজিদ মারা যায়।
এ সময় মজিদের পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী ভন্ড কবিরাজ মোঃ আব্দুল মান্নান কে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহিদুল ইসলামের নির্দেশে এস আই সমর আশ্চর্য ঘটনাস্থল পরিদর্শন শেষে ভন্ড কবিরাজ মোঃ আব্দুল মান্নানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর আসামি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।