রায়গঞ্জের পাঙ্গাসীতে মাসব্যাপী বার্ষিক ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জের পাঙ্গাসীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০ এর আওতায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি )সকাল ১১টায় পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠে লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ময়দান আলী খান এর সভাপতিত্বে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা,পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,সহকারী শিক্ষক লিয়াকত আলী, লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক ওমর আলী শেখ সহ প্রমুখ।