রায়গঞ্জের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর শীতার্থ গরীব মানুষদের মাঝে কম্বল বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলংগা-তাড়াশ এর এমপি অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এর ব্যক্তিগত উদ্যোগে রায়গঞ্জের গরীব দুস্থ অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ৭৫০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরণ অনুষ্ঠানে, সকাল দশটায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৩৫০ পিচ, ঘুড়কা ইউনিয়ন পরিষদে ২৫০ পিচ, হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজে ১৫০পিচ কম্বল বিতরণ করেন, এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের অধ্যক্ষ আবু বকার সিদ্দিক
ঘুড়কা ইউপি জিল্লুর রহমান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার শরীফ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাসেল সিরাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক হাজী ওয়াহেদ অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মিলন শেখ প্রমুখ।