রাজধানীতে রিক্সাচালকে বাঁচাতে সড়ক দুর্ঘটনায় প্রান হারাল ৫ সেনা সদস্য
আবির হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:
রাজধানীর শেরে বাংলানগরে ২৫ সেনা সদস্যসহ একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ০৫ জন সেনা সদস্য নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলানগরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে সেনা সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জে যাচ্ছিলো লরিটি। উল্টো পথে দিয়ে আসা একটি রিকশা হঠাৎ করে সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের রেলিং ভেঙে উল্টে যায় সেনাবাহিনীর লরিটি। লরিটিতে ২৫ জন সেনাসদস্য ছিলেন।
এ ঘটনায় আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুর্ঘটনায় চার সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। মারা গেছে পাঁচজন সেনা সদস্য।