রতনকান্দিতে খাল খনন বন্ধের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে খাল খনন বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়েছে ইউনিয়নের খামারগাঁতী,শ্যামপুর,কৃষ্ণজীবন পুর, বিনয়পুর,গোবিন্দপোটল ও আটসি গ্রামের কৃষকেরা।
বৃহস্পতিবার ৮’ডিসেম্বর বিকেলে খামারগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত কৃষকেরা জানান, অত্র এলাকায় কয়েক হাজার কৃষকের ধান বীজ রোপনের একমাত্র জায়গা এই খাল। শুষ্ক মৌসুমে কৃষকেরা বিভিন্ন ফসলের চারা রোপণ করে এ খালে। গ্রামের মাঝখানে খালটির বিভক্তি থাকায় ফসল আনা-নেওয়ার জন্য কৃষকেরা যে সুবিধা পায়। খালটি খনন করা হলে তা বন্ধ হয়ে যাবে। এক কথায় খালটি খনন করা হলে চাষাবাদ নিয়ে নানামুখী সমস্যায় পড়বে এ অঞ্চলের কয়েক হাজার কৃষক।
এছাড়াও এলাকার হাজার হাজার সাধারণ কৃষকের সমস্যা দূরীকরণে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে খাল খনন বন্ধের দাবি জানান কৃষকেরা। প্রতিবাদ সভায় অত্র এলাকার প্রায় কয়েক’শ কৃষক উপস্থিত ছিলেন।