যৌতুকের দাবীতে প্রবাসীর মায়ের হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে অতিরিক্ত যৌতুকের দাবীতে মালয়েশিয়া প্রবাসীর মায়ের হাতে স্ত্রীকে শাররীক নির্যাতন করার অভিযোগ তুলেছেন নির্যাতনের শিকার শাহানার পরিবার।গতকাল শনিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার শাহানা’র পরিবার ও স্থানীয সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে রুবেল মিয়ার সাথে পাশের কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের শামছুল হকের মেয়ে শাহানার খাতুনের ৭ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর দুটি সন্তান রেখে শাহানা’র স্বামী রুবেল মিয়া মালয়েশিয়া চলে যান। এর পর বিভিন্ন সময় শাহানার নিকট ২ লাখ টাকা যৌতুকের দাবী করে শশুর ছোবহান ও শাশুড়ী মমতা বেগম।দাবীকৃত যৌতুক শনিবার রাতে পুনঃরায় দাবী করলে শাহানার সাথে শাশুড়ী মমতা বেগমের কথাকাটাকাটি’র এক পর্যায়ে শাশুড়ী ও জেঠি শাশুড়ি আছিয়া বেগম প্রবাসীর স্ত্রী শাহানারকে মারধর করার ফলে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শাহানার পিতা শামছুল হক মেয়ে জামাইয়ের বাড়ী থেকে শাহানাকে নিয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করেছেন।
এ ব্যাপারে শাহানার পিতা শামছুল হক জানান, আমার মেয়েকে ২ লাখ টাকা যৌতুক দাবী করে মারধর করেছে মেয়ের শাশুড়ী মমতা ও জেঠি শাশুড়ি আছিয়া। আমি আইনে যাব।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান,যৌতুকের দাবীতে পুত্র বধুকে নির্যাতন করার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।