যমুনানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে পাঁচঠাকুরীর ২ব্যবসায়ীর জরিমানা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পাচ ঠাকুরীতে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা প্রায় ৬১ লাখ টাকার বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বালু ব্যবসায়ী ২ ড্রেজার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন,দদদ পাঁচ ঠাকুরী গ্রামের বালু ব্যবসায়ী আনিসুর রহমান ও পাবনার ড্রেজার মালিক আমজাদ প্রামাণিক। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মঈন উদ্দিন এ অর্থাদণ্ডাদেশ দেন।
এর আগে বিকেলের দিকে পাঁচ ঠাকুরী এলাকায় অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা উল্লেখিত টাকার বালু জব্দ করা হয়। ওই আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলের দিকে পাঁচ ঠাকুরী এলাকায় অভিযান চালিয়ে উত্তোলনকৃত প্রায় ৬১ লাখ টাকার বালু জব্দ করা হয়।
এ সময় বালু ব্যবসায়ী আনিসুর ও ড্রেজার মালিক আমজাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।