যমুনা নদী ভাঙ্গন নিরাসনে বেলকুচি ও এনায়েতপুরে ৭ কিলোমিটার কাজের শুভ উদ্বোধন।
রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে নদী ভাঙ্গন নিরাসনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানার এলাকাবাসিকে যমুনা নদী ভাঙ্গনে ফ্লাড এন্ড রিভারব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম এর আওতায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানায় ৭ কিলোমিটার কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
শুক্রবার বিকেলে ১২ই মে পাবনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নে, কৈতলা, বেড়া, পাবনা, বাংলাদেশ পাউবো নির্মান বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন , বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ সহ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।