যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার ঃ
বঙ্গবন্ধু সেতু সংলগ্ন সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নে
যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধসহ ফসলী জমি রক্ষায় মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ভুমি মালিকগণ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সেতুর আশপাশের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও একটি স্বার্থান্বেষী মহল সেতুর মাত্র ২-৩ কিলোমিটার মধ্যে কালিয়া হরিপুর ইউপির ছোটপিয়ারী, বড়পিয়ারী, সাপড়ি, খাস সাপড়ি, যমুনা বালি,পাঁচগাছি, বেলটিয়া ও চায়নাতলা মৌজা থেকে বালু উত্তোলন করছে। এতে একদিকে যেমন বঙ্গবন্ধু সেতু ও সিরাজগঞ্জ শহর রক্ষা চায়না বাঁধ ক্রমশ মধ্যে ঝুঁকির মধ্যে পড়ছে অন্যদিকে, মৌজাগুলোতে শুষ্ক মৌসুমে কৃষকরা ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও বালু উত্তোলনের ফলে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এ অবস্থায় কালিয়া হরিপুরের মৌজাগুলো থেকে বালু উত্তোলনবন্ধসহ ফসলী জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন । মানববন্ধন কর্মসুচীতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ইসহাক হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রহমান মন্ডল, রজব আলীসহ এলাকার ভুমি মালিকগণ অংশগ্রহন করেন ।