মৌলভীবাজার কুলাউড়ায় ইতিহাসের সর্ববৃহৎ ট্রেন দূর্ঘটনায় নিহত ৫ (পাঁচ) আহত দুশতাধিক
আবির হোসাইন শাহিন ,নিজস্ব সংবাদদাতা :
সিলেট মৌলভীবাজার কুলাউড়ায় মমান্তিক ট্রেন দূর্ঘটনায় নিহত ১৫ আহত হন প্রায় দু শতাধিক। গতকাল রাত আনুমানিক ৩.১০ এ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনের অদূরে ব্রীজ ভেঙে মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়। ৫ টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি ব্রিজ ভেংগে পানিতে পড়ে যায়। মৌলভীবাজার কুলাউড়ার বরমচর সেতু ভেঙে এ ট্রেন দুঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত হন আহত হন প্রায় দু শতাধিক। দুঘটনার পর থেকে ঢাকার সাথে সিলেট এর রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধার কাজে কাজ করছে রেলওয়ে, পুলিশ ও ফায়ার সাভিসের কমিরা। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী জানায় নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে।