মেষ্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী পালিত
জামালপুর থেকে তৌকির আহাম্মেদ হাসু ঃ
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন
পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে হাজীপুর বাজারে পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সতন্ত্রপ্রার্থী নাজমুল হক বাবু, ইউনিয়ন পরিষদ সচিব আজমুল হক আকন্দ সবুজ,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নিকুঞ্জ বিহারি দেখা প্রমুখ।
মেষ্টা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সতন্ত্রপ্রার্থী নাজমুল হক বাবু বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।