মুকুন্দগাতি-ক্ষিদ্রমাটিয়া রাস্তা খাদে পরিণত, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারী
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ বেলকুচির মুকুন্দগাতি -ক্ষিদ্রমাটিয়া রাস্তায় খাদ খন্দে ভরা, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারী ও যানবাহন।বেলকুচি পৌরসভার অন্যতম ব্যস্ততম সড়ক মুকুন্দগাতি -ক্ষিদ্র মাটিয়া সড়ক। কিন্তু
দীর্ঘদিন যাবত রাস্তাটি বিভিন্ন জায়গাতে খাদে পরিণত হয়েছে।রিক্সা, ট্রাক, ভ্যান,অটোরিক্সা, মোটরগাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন চলে এই ব্যস্ততম রাস্তা দিয়ে। আশেপাশের প্রায় ৬ টি গ্রামসহ কয়েক চর এলাকার মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এই রাস্তাটি যেন মরনের ফাদ পরিণত হয়েছে।এলাকায় স্থানীয় প্রতিনিধিরা থাকলেও যেন দেখার কেউ নেই।কয়েকজন রিক্সাচালক ও অটোচালকদের সাথে কথা বলে জানা যায় বেশ কয়েকদিন যাবত রাস্তাটি দিয়ে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে মানুষ, যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দূর্ঘটনা ।তাই এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করে এলাকাবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষা করুন।