মির্জা আজমের ঐকান্তিক প্রচেষ্টায় একনেকে অনুমোদন হয়েছে “শেখ হাসিনা নকশি পল্লী প্রকল্প”।

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক সফল প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় একনেক সভায় অনুমোদন পেয়েছে জামালপুর শেখ হাসিনা নকশি পল্লী প্রকল্প। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সম্মেলন কক্ষে (একনেক) চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় শেখ হাসিনা নকশি পল্লীর প্রথম পর্যায়ে মাটি ভরাট ও জমি অধিগ্রহণের জন্য ৭২২ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ৩০০ একর জমির উপর নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশি পল্লী। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও মাটি খরাটে ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি টাকা। বাংলাদেশের একমাত্র এই নকশি পল্লীতে থাকবে ফাইস্টার হোটেল, প্রশিক্ষণ সেন্টার, লেক, পার্কসহ দেশি বিদেশী ক্রেতা-বিক্রেতার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা। এ ছাড়াও প্রকল্পটি বাস্তবায়ন হলে এই শিল্পের সাথে জড়িত বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রসার ঘটবে জামালপুরসহ সারা দেশের নকশি শিল্পের। নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী নকশি শিল্প। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্প ও শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। তাঁত বোর্ডের তথ্যানুযায়ী, বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যাবলী সংবলিত নকশি কাঁথার চাহিদা দেশব্যাপী। নকশিকাঁথা জামালপুর জেলার ব্র্যান্ড হিসেবে আখ্যায়িত। জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ এবং সদর উপজেলাতেই নকশিকাঁথা কমবেশি উৎপাদন হয়। জামালপুরের ঐতিহ্যবাহী এই নকশিকাঁথা শুধু বাংলাদেশে নয় ছড়িয়ে গেছে সারা বিশে^র বাজারে। বর্তমানে জামালপুরের সবগুলো উপজেলাতেই এ শিল্পের কাজ হচ্ছে। জামালপুরে অন্তত ৩০০ প্রতিষ্ঠান বা উদ্যোক্তা গড়ে উঠেছে নকশি শিল্পের। এই শিল্পের সাথে জড়িত অন্তত লক্ষাধিক মানুষ। পার্শ্ববর্তী জেলা শেরপুরে ৭৬ জন নকশি উদ্যোক্তা এবং তিন হাজার ৯৮৫ জন নকশি শিল্পী রয়েছেন। জামালপুরের সদর উপজেলার শরিফপুর, দিগপাইত, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়ন এবং বকশিগঞ্জে বর্তমানে কিছু তাঁতি রয়েছেন। জামালপুর ও শেরপুর জেলায় প্রায় ২৬১টি তাঁত পরিবার বসবাস করে। ৩০৫টি পিট বা চিত্তরঞ্জন ও ২০০টি জামদানি তাঁত বিদ্যমান রয়েছে। কিন্তু নানা প্রতিকূলতার কারণে এলাকায় এ শিল্পটির তেমন প্রসার ঘটেনি। বর্তমানে এ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা আর্থিক, বিপণন সমস্যা এবং পৃষ্ঠপোষকতার অভাবে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জামালপুরের ঐতিহ্যবাহী এই শিল্পকে সারা বিশে^ ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। মির্জা আজমের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন দেন। চীনসহ বিশে^র বিভিন্ন দেশের পাইকারী ক্রেতারা শেখ হাসিনা নকশি পল্লী থেকে বাংলাদেশে উৎপাদিত নকশি পণ্য ক্রয় করবেন। জামালপুরে শেখ হাসিনা নকশি পল্লী প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় জামালপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামালপুরের কৃতি সন্তান মির্জা আজম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জামালপুরবাসী। শেখ হাসিনা নকশি পল্লীতে যাতায়াত সহজ করতে ঝিনাই নদীর উপর একটি সেতু ও কানেকটিং সড়ক নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিআইডাব্লিউটিএ ঝিনাই নদীর নব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, প্রকল্পটি ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেয়ায় তাঁর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.