মিরপুর উওর হাজীপাড়া মিলন সংসদের আয়োজনে মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফুটবললীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি মোঃ হোসেন আলী ( ছোট্ট) :
জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ইভটেজিংয়ের বিরুদ্ধে যুব সমাজকে সচেতনতামূলক করতে আয়োজন করা হয়েছে মিরপুর উওর হাজী পাড়া মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টেলীগ এর ফাইনাল খেলা ২৮ ফেব্রুয়ারি ২০২০ খ্রী. বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ডেন্জার ইলিভেন্ট বনাম ইলিভেন্ট স্টার, মধ্যেকার খেলায় ডেন্জার ইলিভেন্টকে ২ — ১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইলিভেন্ট স্টার খেলায় ইলিভেন্ট স্টার প্রথম অধ্যয়ে ২ গোল করে এগিয়ে গেলও দ্বিতীয় হাফ টাইমে ১ গোল পরিষদ করে ডেন্জার ইলিভেন্ট। ফলে নিদ্বারিত সময় শেষে ইলিভেন্ট স্টার ২ –১ গোলে বিজয় নিশ্চিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি পুরস্কার তুলেদেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান ( মুরাদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন পৌরসভা ১৪ নং ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলর জনাব জাহাঈীর আলম ( ভুট্ট), মোঃ আব্দল আজিজ সেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম প্রমূখ। উক্ত মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফুটবল লীগ গত ৩১ জানুয়ারী ২০২০ খ্রি. শুরু হওয়া এ খেলায় শুধুমাএ মিরপুর উওর হাজীপাড়া ৫টি দলে এ ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ পৌরসভা ১৪ নং ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলর জনাব মোঃ জাহাঈীর আলম ( ভুট্ট) মরহুম আব্দুস সামাদ ফুটবললীগ টুর্নামেন্টে কমিটিতে যারা ছিলেন হিরো, মুসা, মিল্লাত, রোকন, কাইজুর, রেফারী হিসেবে মাঠে দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল হোমেন , মোঃ উজ্জল হোসেন, ইদ্রীস হোসেন, ।