মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হরিণা পিপুলবাড়িয়া বাজার বণিক সমিতির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাজার এলাকায় ১’ঘন্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার ৩’আগষ্ট সকাল ১০’টায় হরিণা পিপুলবাড়িয়া বাজার বণিক সমবায় সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত ফরজ আলীর পুত্র খায়রুল চোরের একটি সক্রিয় গ্যাং পরিচালনা করে আসছিল।
গত ১৯’জুন হরিণা পিপুল বাড়িয়া বাজাররের থ্রি স্টার মটরস পার্টসের দোকানে চুরি হলে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে পাশ্ববর্তী দত্তবাড়ী এলাকার নূরে আলমের পুত্র আবু তালেবকে সনাক্ত করে ব্যবসায়ীরা তাকে আটক করে। আটক তালেবের দেওয়ার তথ্য অনুযায়ী চোর চক্রের প্রধান খায়রুলকেও আটক করে ব্যবসায়ীরা বাগবাটি ইউনিয়ন পরিষদ নিয়ে অবরুদ্ধ করে রাখে। এসময় খায়রুল চুরির বিষয়টি স্বীকার করলে তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ছাড়া পেয়ে চুরির বিষয়গুলো ধামাচাপা দিতে ঘটনার ১’মাসেরও বেশি সময় পরে
গত ২৪’জুলাই মোকাম সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে হরিণা পিপুল বাড়িয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু তালেব ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম সহ ৪’জন নামীয় ও অজ্ঞাত আরও ৭/৮’ জনের বিরুদ্ধে চাঁদাদাবি ও মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অনতিবিলম্বে চিহ্নিত চোর খায়রুলের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসময় বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব গোলাম রব্বানী তালুকদার, রতনকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,ব্যবসায়ী নেতা আসলাম উদ্দিন,আব্দুস সাত্তার তালুকদার,জাহিদুর রহমান,সোহেল রানা,জাহাঙ্গীর আলম জুয়েল, আব্দুস সোবহান, আব্দুল লতিফ তালুকদার সহ বাজার এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।