মানুষকে রক্ত দেওয়ার মাধ্যমে দেশের সেবা করতে চায় বন্ধু অনলাইন রক্ত সংগঠন
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
রক্ত মোরা বন্ধু গড়ি,রক্ত দিবো জীবন গড়বো এই স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজীকোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের কয়েকজন শিক্ষার্থী জাতী-ধর্ম-বর্ণসহ সকল বিভেদ পিছনে ফেলে নিজের রক্ত দিয়ে অন্যকে বাঁচাতে এগিয়ে আসে ” বন্ধু অনলাইন রক্ত সংগঠন”। এক ঝাঁক তরুণ যুবককর্মী। রক্তের প্রয়োজনে যে কেই ফোন করলে তারা নিজেরাই রক্ত দিতে চলে যায় অথবা অন্য কাউকে রক্তদানে উৎসাহী করে রক্তের চাহিদা মিটিয়ে দেন।
২০১৮ সালের ৩০সেপ্টেম্বর উপজেলার সরকারি হাজীকোরপ আলী মেমোরিয়াল কলেজে ” বন্ধু অনলাইন রক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করেন । এটি প্রতিষ্ঠা করেন অত্র কলেজের ২০জন তরুণ বর্তমানে এ সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছেন মোঃমাজহারুল ইসলাম,সহ-সভাপতি মোঃ কামাল শেখ,সাধারণ সম্পাদক আহাম্মাদ বাবু, সহ-সম্পাদক এস. এম বেল্লাল, প্রচার সম্পাদক সিয়াম, তারিকুল ইসলাম ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন , সহ সভাপতি হিসেবে হিসেবে আছেন বর্তমানে এর সদস্য সংখ্যা রয়েছে ৩৬ জন। তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্নস্থানে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
সংগঠনটির সভাপতি মোঃ মাজহারুল জানান,এখন পর্যন্ত প্রায় ৮০০ মানুষ সংগঠনের মাধ্যমে রক্ত দিয়েছি, আমরা চাই আমাদের রক্তের মাধ্যমে যেন মুমূর্ষু রোগী বেঁচে যাই, এছাড়া যারা গরিব মানুষ তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে থাকি, আমরা চাই, এখন উপজেলা আর জেলায় কিছু মানুষকে রক্ত দিয়ে সাহায্য করছি, ভবিষ্যতে সারাদেশে আমাদের সংগঠনের মাধ্যমে দেশের মানুষকে রক্ত দিয়ে পাশে থাকতে চাই।