মানবতার দেয়াল আছে কিন্তু নেই মানবতা!
শুভ কুমার ঘোষঃ
মানবতার দেয়াল সুন্দর ভাবে দৃষ্টিত হলেও সেখানে দেখা যাচ্ছেনা কোনো পোশাক। কেও ই মানবতা দেখিয়ে দেয়নি কোনো ধরনের জামা কাপড় ও। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অন্যতম প্রাণ কেন্দ্র উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড়ে “আলোর পথে সিরাজগঞ্জ” এর উদ্যোগে স্থাপন করা হয়েছিল একটি মানবতার দেয়াল। তখন কিছু পোশাক ও রেখে আসা হয়েছিল। কিন্তু সেগুলো প্রয়োজন অনুযায়ী অসহায়রা নিয়ে গেলেও দু:খ জনক হলেও সত্য যে নতুন করে কেউই মানবতা দেখিয়ে কিছুই রাখার প্রয়োজন মনে করেনি সেখানে।
সরেজমিনে দেখা যায় মানবতার দেয়ালটি একদম শূন্য পরে আছে। নিচে জমেগেছে বড় বড় ঘাস। পাশেই রাখা হয়েছে ইটের স্তুপ। এবিষয়ে সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম কে জিজ্ঞাসা করলে প্রতিবেদক কে বলেন, আমরা অনেক আশা নিয়ে ওখানে মানবতার দেয়ালটি স্থাপন করেছিলাম। কিন্তু পরবর্তীতে কেউ ই সেটার দিকে নজর দেয়নি। বিষয়টি নিয়ে আমরা নিজেরাই হতাশ। জায়গাটা পরিষ্কার করে আমরাই ওখানে আবার কিছু পোশাক দিয়ে মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করবো। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা আসলে এখনো এসবের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারিনি। তাহলে কি এই এলাকায় কোনো অসহায় মানুষ নেই বা এই মানবতার দেয়ালের প্রয়োজন নেই এমন প্রশ্ন করলে তারা জানান অবশ্যই আছে কিন্তু আমাদের মানবতার ই অনেকটা মৃত্যু ঘটে গেছে। তবে দু:খ জনক হলেও সত্য যে সিরাজগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া বিজ্ঞান কলেজের এতো সন্নিকটে এটা হবার পরেও হাজারো ছাত্র ছাত্রীদের মধ্যেও কেউ এটার দিকে নজর দেবার সময় পর্যন্ত পায়নি। দিনশেষে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, তাহলে কি আসলেই কি ধিরে ধিরে মৃত্যু ঘটছে আমাদের মানবতার!