সারাদেশ

মাগুরায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

অনলাইন নিউজ ডেস্ক ঃ

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একই পরিবারে আপন দুই ভাইসহ চাচাতো ২ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন

মাগুরা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একই পরিবারে আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেম্বার প্রার্থী সবুর মোলা (৫০), তার বড় ভাই কবির মোল্লা (৫৫) এবং তার চাচাতো ভাই আব্দুর রহমান (৫০) ও ইমরান আলী (৩২)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আসন্ন ইউপি নির্বাচনে জগদল গ্রামে মেম্বার পদে এলাকার সবুর মোল্লা ও নজরুল ইসলামের একই পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গত দুই তিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ বিকালে উভয় দলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে।

তিনি জানান, আহত ৩০ জনের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।