মা ইলিশ রক্ষায় চৌহালীতে জনসচেতনতা সভা
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
ইলিশ প্রজনন মৌসুমে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে উপজেলার জেলেদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহুস্পতিবার সকালে উপজেলার কাঁঠাল বাঁগানে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, নৌ-পুলিশ ফারি ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, আবু সাইদ বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, আলহাজ আঃ মতিন মন্ডল প্রমূখ ৷ মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন ৷
এতে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের শপথ করানো হয়।
বক্তারা বলেন, ‘২২ দিন নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত করণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন কেউ অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।