মহাবতার শ্রী কৃষ্ণের জন্মদিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ঢল!

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে শাহজাদপুরে সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মহামিলন মেলায় পরিণত হয়ে ওঠে রবীন্দ্র কাছারি বাড়ি চত্বর। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র সহ ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে রবীন্দ্র কাছারি বাড়ি চত্বরে এসে সমবেত হয়। এদিন সকালে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ জন্মাষ্টমী মহোৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আয়োজনে পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক সরকারের পরিচালনায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রীমদ্ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে এ মহোৎসবের শুভ সূচনা ঘটে। এরপর শ্রী শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরমেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি নজরুল ইসলাম মৃধা প্রমূখ।

ধর্মীয় আলোচনা সভা শেষে বেলা ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক মানিক সরকারের নেতৃত্বে রবীন্দ্র কাছারি বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। স্মরণকালের সর্ববৃহৎ এই শোভাযাত্রাটি কাছারি বাড়ি থেকে শুরু করে উপজেলা চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কাছারি বাড়িতে এসেই শেষ হয়। এসময় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের নামে হাজার হাজার ভক্তের সম্মিলিত ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহর এবং উৎসবের নগরীতে পরিণত হয় শাহজাদপুর।
বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সাথে অংশ নিয়ে আরও উৎসবমুখর করে তোলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল হক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, ওসি (তদন্ত) মঈনুল ইসলাম, ওসি (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক, মোঃ জহরলাল হোসেন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, সনাতনী নেতা গণেশ চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দাস, কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, প্রচার সম্পাদক ভরত সাহা, সহ-কোষাধক্ষ মানিক কুমার দেব, দফতর সম্পাদক অসীম কুমার রায়, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, গণসংযোগ সম্পাদক পার্থ সাহা, পূজা সম্পাদক দীলিপ গোস্বামী (জুয়ান), সহ-পূজা সম্পাদক গৌরাঙ্গ সাহা, সদস্য মানিক সাহা, জয় বাবু, অরূপ সাহা, প্রমূখ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমূখর পরিবেশে দিনটি উদযাপন করতে দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ভজন কীর্তন, প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রী কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ।

আয়োজকেরা জানান, এদিন সন্ধ্যায় পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গৌড় নিতাই সেবা সংঘে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। লীলা কীর্তন পরিবেশন করবে বগুড়ার মেঘমালা বৃষ্টি কীর্তনীয় দলের শিল্পীবৃন্দ। এরপর রাতে শেষ পর্বে কৃষ্ণ পূজা শেষে উপবাসের ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

জহুরুল ইসলাম
শাহজাদপুর, সিরাজগঞ্জ

তারিখ : ১৯.০৮.২০২২ খ্রী.

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.