চৌহালী/এনায়েতপুর

মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি উম্মুল মু’মিনিন হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে৷

রবিবার সকাল ১০টায় খাষকাউলিয়া সিদ্দিকীয়া দরছে নিজামিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর চৌহালী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়৷ খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে খাষকাউলিয়া সিদ্দিকীয়া দরছে নিজামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ বেল্লাল হোসেনের পরিচালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ আলী, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তালহা, সদর জামে মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান, মুরাদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সাইফুল ইসলাম মোঃ জাবিহুল্লাহ প্রমূখ ৷

ধর্মপ্রাণ মূসুল্লিদের উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ)কে উদ্দেশ্য করে ভারতের ক্ষমতাসিন বিজেপি নেতাদয়ের দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিবাদ কর্মসূচীর শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবী (সঃ) কে নিয়ে কটুক্তি করা হয়েছে৷ এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের দরবারে জবাবদিহি করতে হবে৷

একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী কর্মকান্ড করেই যাচ্ছে৷ আমরা এ সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি ৷ সেই সাথে সাম্প্রদায়িকতা ছেড়ে ভারতের মুসলিমদের শান্তিপূর্ণ ভাবে বসবাসের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি৷
তারা আরো বলেন, সকল মুসলমানদের ভারতের সকল পণ্য বর্জন করা উচিত। এসময় তারা ভারত সরকারকে বিজেপি’র দুই নেতাকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দাবী জানায়।