সিরাজগঞ্জ

মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে করোনা উপসর্গ রোগীদের জন্য ঔষধ  সামগ্রী অনুদান

 

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে গত ৩ মাসে ২৫শ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার। করোনা ও করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসাসেবা ছাড়াও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ই,বি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির করোনা সেলে ঔষধ ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, বিএনপি জনমানুষের দল। দেশের যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এ দল। এরই ধারাবাহিকতায় করোনা হেল্প সেন্টার খোলা হয়েছে। জেলা বিএনপির অফিস থেকে করোনা উপসর্গ ব্যক্তি ও অসহায় দুস্থদের মাঝে ঔষধ বিতরণ করা এবং রোগীদের অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

জেলা বিএনপির সহ – সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জের সভাপতি ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ন – সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মিলন ইসলাম খান, সাব্বির হাসান ভুইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাবেক নেতা রুমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ – সভাপতি মঈনুল হোসেন রাষ্ট্র, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, ও ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ।