ভারতের সাথে গোলাগুলি : ৩ পাকিস্তানি সৈন্য নিহত
কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী সূত্র।
পাকিস্তানের দৈনিক ডন জানায়, সোমবার বিকালে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভিমবার জেলার থুব সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে নায়েক গোলাম রসুল, নায়েক ইমরান জাফর ও সিপাহী ইমরান বখস নিহত হয়েছেন।
দুপক্ষের গোলাগুলির ঘটনায় ভারতীয় পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রায়ই গুলি বিনিময় হচ্ছে।
সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার পর থেকেই উত্তেজনা শুরু হয়। এই হামলার কয়েকদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে ভারত।
এ ধরনের কোনো হামলার কথা পাকিস্তানি পক্ষ অস্বীকার করলেও এরপর থেকেই কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’পক্ষের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে চলেছে।