ভারতে করোনাভাইরাস টিকা নেয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু
ভারতে করোনাভাইরাস টিকা নেয়ার পর এবার এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু বুকে ব্যথার কারণে হয়েছে।
তবে তার মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন চিকিৎসকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে তেলেঙ্গানার নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪২ বছর বয়সের ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়।
এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে ৫টার সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
এর আগে টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ডবয়ের মৃত্যু হয়
ময়নাতদন্তে দেখা গেছে, হার্টের সমস্যার কারণে প্রাণ হারিয়েছেন তিনি।
এছাড়া কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গেছেন টিকা নেয়ার পরে। তার মৃত্যুর ক্ষেত্রেও কারণ হিসেবে মনে করা হচ্ছে কার্ডিয়াক-পালমোনারি ফেলিওরকে।
সুত্রঃ আমার সংবাদ >> টিকা নেয়ার পর এবার স্বাস্থ্যকর্মীর মৃত্যু | Amar Sangbad