ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ,খাদ্য সহায়তা দিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি
স্টাফ রিপোর্টারঃ
‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’- ভূপেন বাবুর সেই গানের সুরটিকে তিনি তার আদর্শে লালন করেন। আর সে কারণেই নিজের বাসার ৭ জন ভাড়াটিয়ার দুই মাসের ভাড়া তিনি মওকুফ করেছেন। সেইসাথে ঘরে আটকে পড়ার কারণে তাদেরকে দিলেন মানবিক সহায়তা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকায় নিজ বাসার ভাড়াটিয়াদের সহ আশপাশের একশ পরিবারের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও তেলের মতো নিত্য প্রয়োজণীয় খাবার সামগ্রী। তিনি শেখ শাহ আলম। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। বিশিষ্ট নাট্যকার ও গীতিকার শেখ শাহ আলম এর আগেও রাজধানী ঢাকায় ও তার নিজ উপজেলা সিরাজগঞ্জের কাজিপুরে দশ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। শাহ আলম এই প্রতিবেদককে জানান, ‘ চলমান করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনা মানুষকে ঘরে থাকতে বলেছেন। এই নির্দেশ মেনে যারা ঘরে আছে তাদের মধ্যে নিম্ন আয়ের অনেক মানুষ রয়েছেন যাদের খাবার এখন শেষ। কাজে যেতে না পারায় ভাড়া দেয়া তাদের জন্যে কষ্টকর।এসব মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ হাতে নিয়েছি।” করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া অবধি এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।