বেলকুচিতে স্কুল মিল্ক কর্মসূচি’র শুভ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নে আমবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাচ্চাদের স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম
বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১০ টায় আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্কুল মিল্ক কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-(৫) বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ।
এতে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
এসময়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদর তালুকদার, পৌর কাউন্সিলর শিপন আহম্মেদ, বেলকুচি ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আলমাসুর রহমান সিকদার, বেলকুচি মৎস্য কর্মকর্তা শামীম রেজা, ইউপি সদস্য মোতালেব সরকার সহ অত্র গ্রামের ময়মুরুব্বি স্কুলের শিক্ষক – শিক্ষিকা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।