বেলকুচিতে মেয়র প্রাথী মজিদ খাঁনের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আবির হোসাইন শাহিন:
সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ উদ্যোগে বেলকুচি পৌর আওয়ামী লীগের কার্যকারী সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খাঁনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে নগদঅর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বেলকুচি পৌরসভার শেরনগর গ্রামে তাঁর বাসভবনে ৩ (তিন) শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১ শত ২০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বেলকুচি পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান প্রামানিক , সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ২ নং ওয়ার্ডের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, ৩নং ওয়ার্ডের সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মমিন, ৭নং ওয়ার্ডের সভাপতি মোন্নাফ মোল্লা সহ আরও অনেকেই।