বেলকুচিতে মাসিক আইন শৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এই ঘোষনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, পৌর মেয়র আশানূর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি)আফসানা ইয়াছমিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম ইউসূফজী খাঁন,সহ সভাপতি গাজী লৎফর রহমান মাখন, প্রকৌশলী মঈন উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অরুনাংশ মন্ডল,কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, থানা অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম, আনসার ও ভি ডি পি কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিতিগন তাদের বক্তব্যের মাধ্যমে বেলকুচি উপজেলাকে মাদকমুক্ত করতে সহমত পোষন করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাছাড়া একই সভা কক্ষে অনুষ্ঠিত হয় আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা।