বেলকুচিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ।
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সমাজসেবক মামুন বিশ্বাসের আয়োজনে অপারেশন জেনারেশন ও রোটারি ক্লাবের সহযোগীতায় বেলকুচি অটিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর সভার মেয়র ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আশানূর বিশ্বাস, আওয়ামীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সমাজসেবক মামুন বিশ্বাস, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন, সাংবাদিক জহুরুল ইসলাম,পারভেজ আলী, উজ্জল অধিকারী,সবুজ হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই।