বেলকুচিতে পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে নভেম্বর শনিবার বিকালে দেলুয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ মামুন হোসেন বরাত।
বেলকুচি পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ ৫ (বেলকুচি, চৌহালি,এনায়েতপুর) বিএনপি’র মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে,শেখ মুজিবুর রহমান যে বাকশাল কায়েম করেছিলেন সেটা বহাল থাকলে আজকে কেউ রাজনীতি করার সুযোগ পেতেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম মিথ্যা মামলা জেল জুলুম নির্যাতন সকল কিছু সহ্য করে আজকে জীবন মরণের সন্ধিক্ষণে। আজকের এই দিনে আপনাদের সকলের কাছে আপোষ হীন নেত্রী দেশনেত্রী বেগন খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আর তার যে আশা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা সেটা বাস্তবায়ন করতে হলে আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তাই আগামী এ
ত্রয়োদশ নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট ধানের শীষে দিবেন এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত, সিরাজগঞ্জ জেলা তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, উপজেলা মহিলা দলের নেত্রী ফ্লোরা ইকবাল সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
